| ১১ এপ্রিল ২০২০ | ২:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৮২।
মারা গেছেন আরো ০৩ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।
বিগত কয়েক দিনের চেয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। গতকালের তুলনায় মুত্যুর সংখ্যাও কম।
মোট ৯৫৪টি নমুনা পরীক্ষা শেষে ওই ৫৮জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় যে তিন জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন ঢাকার এবং দুজন ঢাকার বাইরের বাসিন্দা । তাদের বয়স ৩৮, ৫৫ এবং ৭৪ বছর।
নতুন করে সুস্থ হয়েছেন আরও ০৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন মোট ৩৬ জন।
সব মিলিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, আক্রান্তদের মধ্যে ১৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। এছাড়া ১৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে। ওই ৫৮ জনের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী।
আক্রান্তদের ১৪ জনই ঢাকার বাসিন্দা এবং ৮জন নারায়নগঞ্জ জেলার।
বাংলাদেশে এ পর্যন্ত যতোজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২২% শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার ১৯%। এবং ৪১ থেকে ৫০ বছর বয়সীদের আক্রান্তের হারও ১৯ ভাগ।
মোট আক্রান্তের ৭০ ভাগই পুরুষ, এবং ৩০ ভাগ নারী। আক্রান্ত ৪৮২ জনের মধ্যে ৫২% মানুষের বসবাস ঢাকায়।
বাংলাদেশ এখন সংক্রমণের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্তরের মাঝামাঝিতে রয়েছে। ভাইরাসটি কমিউনিটিতে ছড়িয়ে পড়লেও সেটা এখনও ক্লাস্টার আকারে রয়েছে।