| ১১ এপ্রিল ২০২০ | ১:৩৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডেমোক্রাট দলীয় সম্ভব্য প্রার্থী,জো বাইডেনের কাছে এখন বড় চ্যালেঞ্জ একজন ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন করা । জো বাইডেন যদি প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হন, তখন তাঁর বয়স হবে ৭৭ বছর, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট ।
ডেমোক্র্যাটিক দলীয় সমীক্ষক, ক্যারেন ফিনি বলেছেন, আমরা এখন বড় ধরণের সঙ্কট মোকাবেলা করছি, তারপর রয়েছে পুনরুদ্ধার তৎপরতা, তাই এমন একজন ভাইস প্রেসিডেন্ট আমরা চাই যিনি এসব সঙ্কট মোকাবেলা করতে সক্ষম ।
জো বাইডেন মহিলা একজন ভাইস প্রেসিডেন্ট মনোনয়নের স্বপক্ষে । ক্যালিফোর্নিয়ার সেনেটর ও প্রাক্তন প্রার্থী কমলা হ্যারিসের প্রশংসা করেছেন তিনি বহুবার । তাই ১০ থেকে ১২জন প্রার্থীর মধ্যে কমলা হ্যারিসই হয়তবা মনোনয়নের শীর্ষে চলে আসতে পারেন ।