| ০৯ এপ্রিল ২০২০ | ৯:৪২ অপরাহ্ণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের করোনা ভাইরাস সংক্রমনের আশঙ্কা থাকায় একটি বাড়ি আগামী ১৪ দিনের জন্য লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার থেকে উপজেলার নগর হাওলা গ্রামের ওই বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউনে রয়েছে বাড়ির মালিকসহ পাঁচ পরিবার।
স্থানীয় ইউপি সদস্য মো.আব্দুল আজিজের খাবার সরবরাহ করার কথা, তবে দুই দিনেও খাবার পৌঁছে দেয়া হয়নি। এদিকে লকডাউনে থাকা পাঁচ পরিবারকে নিজ উদ্যোগে যুবলীগ নেতা শেখ সাদ্দাম হোসাইন খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
এসময় শেখ সাদ্দাম হোসাইন বলেন, লকডাউন করা হয়েছে প্রায় দু’দিন পার হয়। খাবার নিয়ে ইউপি সদস্য আসবে শুনেছিলাম। তবে তিনি এখন পর্যন্ত আসেন নাই। এদিকে লকডাউনে থাকা পরিবারের খাবার সংকট দেখা দেয়। এ কারণে আমি নিজ উদ্যোগে আজ (বৃহস্পতিবার) ওই পরিবারের কাছে খাবার পৌঁছে দিয়েছি।
ইউপি সদস্য মো.আব্দুল আজিজ বলেন, আমার কাছে উপজেলা প্রশাসন খাবার পাঠানোর কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত খাবার আমার কাছে আসেনি। এ কারণে লকডাউনে থাকা পরিবার গুলোকে খাবার সহায়তা দেয়া যায়নি।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ শামসুল আরেফিন বলেন, করোনা ভাইরাস সংক্রমনের আশঙ্কায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে ওই পরিবারের কোন সদস্যদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ আসলে নমুনা সংগ্রহ করে পাঠানো হবে। যদি এমন কোন উপসর্গ না আসে তাহলে স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র দেয়া হবে। আর খাবার সরবারাহ করার জন্য স্থানীয় জনপ্রতিধিদের নির্দেশ দেয়া হয়েছে।