| ০৯ এপ্রিল ২০২০ | ৮:৫৯ অপরাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয়েছে। অব্যাহত ভাঙনে ২ মাসের ব্যবধানে প্রায় ৩ শতাধিক বসতবাড়িসহ কয়েক হাজার একর ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ফলে কাঁচা ধান কাটতে বাধ্য হয়েছেন কৃষকরা।
এদিকে, নদের তীব্র ভাঙনের ফলে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা প্রকল্প, ৩টি গ্রামের প্রায় সাড়ে ৮০০ বাড়ি-ঘর এবং সহস্রাধিক একর আবাদী জমি হুমকির মুখে রয়েছে।
সরেজমিনে, উপজেলার হাতিয়া ইউনিয়নের মাঝিপাড়া, নীলকণ্ঠ ও হাতিয়া গ্রামের প্রায় ১৮০০ মিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা গেছে।
জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙন কবলিত মানুষজন তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙনের শিকার এসব হতদরিদ্র মানুষেরা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। একদিকে নদী ভাঙন অন্য দিকে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া এসব মানুষজন সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তারা।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |