ভারতে করোনা আক্রান্তের সংখ্যাটা গতকাল বুধবারই পাঁচ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। আজ বৃহস্পতিবার সেই সংখ্যাটা আরো একটা লম্বা লাফ দিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরো ৫৪০ জন। ফলে গোটা দেশ জুড়ে এখন আক্রান্তের সংখ্যাটা ৫ হাজার ৭৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ১৭ জন বেড়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে মোট ১৬৬ জন করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তবে এর মধ্যে সুস্থও হয়ে উঠেছেন ৪৭২ জন।করোনা সংক্রমণ সবচেয়ে জোরালো আঘাত হেনেছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল বুধবারই। এ দিন সেই সংখ্যাটা হয়েছে ১ হাজার ১৩৫ জন। শুধু মাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৭২ জনের। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ১৩ জনের। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৫ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাস্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু (৭৩৮), দিল্লি (৬৬৯), রাজস্থান (৩৮১), উত্তরপ্রদেশ (৩৬১), অন্ধ্রপ্রদেশ (৩৪৮), কেরল (৩৪৫), মধ্যপ্রদেশ (২২৯)।
ভারত জুড়ে বেশ কিছু এলাকাকে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে করোনা হটস্পট হিসেবে। এবার সেইসব এলাকাকে সম্পূর্ণ সিল করার লক্ষ্যে কাজ করছে দেশের বেশ কিছু রাজ্য সরকারগুলো। উত্তর প্রদেশের ১৫টি জেলার একাধিক জায়গা পুরোপুরি সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানকার বাসিন্দারা বাজার বা ব্যাঙ্কের মতো জরুরি কাজেও বাড়ি থেকে বেরোতে পারবেন না। সরকার থেকেই তাঁদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। একইরকমভাবে দিল্লির টোটি এলাকাটিকেও হটস্পট বলে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এলাকায় ঢোকা বা সেখান থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে খবর।