| ০১ সেপ্টেম্বর ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে নায়িকা পরীমনি জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ কারাগার থেকে পরীমনিকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে ঢাকায় ফেরার পথে গাড়ি থেকে হাত উচিয়ে হাসিমুখে শুভেচ্ছ বিনিময় করেন । এ সময় হাতে মেহেদীর রঙে একটি লেখা সবার নজর কারে। হাতে ইংরেজিতে লেখা রয়েছে ডোন্ট এবং লাভ চিহ্ন তারপর মি এবং শেষে ‘বিচ’ শব্দটি রয়েছে, অর্থ্যাৎ ডোন্ট লাভ মি বিচ। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বয়ছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, আদালত থেকে পরীমনির জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়।
পরে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরীমনিকে বুধবার সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।