| ০৯ এপ্রিল ২০২০ | ২:৪৬ অপরাহ্ণ
পাবনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা রোগী পালিয়ে যাবার পর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানিয়েছেন, সোমবার ওই রোগী সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শরীরের অবস্থা দেখে করোনাভাইরাস সন্দেহে ডাক্তারেরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখেন।
কিন্তু শুরু থেকেই সেখানে থাকার ব্যাপারে আপত্তি করে আসছিলেন ওই রোগী।
গতকাল বিকেলের পর হাসপাতালের সেবা কর্মীরা হঠাৎ আবিষ্কার করেন যে রোগী ওয়ার্ডে নেই। খোঁজাখুঁজির পর বোঝা যায় রোগী পালিয়ে গেছে। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান যে তিনি বাড়ি ফেরেননি।তখন হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে।
তিনি জানান রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। সেই সঙ্গে হাসপাতালে পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে।