| ২৬ আগস্ট ২০২১ | ১০:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে নির্বাচন না করার ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিসিবি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন।
গঠনতন্ত্র অনুযায়ী আগামী মাসেই শেষ হতে চলেছে বর্তমান কমিটির মেয়াদ। এরপরই নির্বাচন। আবারও কি সভাপতি পদে দেখা যাবে পাপনকে। তার জবাব, ‘১ বা দুই তারিখ বোর্ড মিটিংয়ে। নির্বাচন নিয়ে একটু ভিন্নতা পাবেন আপনারা। এটাতে সন্দেহ নেই। এবারের নিবার্চনটা অন্যগুলোর তুলনায় আলাদা হবে।’
সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। সেসময়ও জানিয়েছিলেন সভাপতি হতে তার আগ্রহ নেই। যদিও শেষ পর্যন্ত অবশ্য সভাপতি হন তিনি।
এদিন পাপন যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তখন পাশে থাকা ক্রিকেট বোর্ডের অপর পরিচালক আজম নাছির বলছিলেন, ‘পাপন সাহেব থাকবেন, পাপন সাহেব থাকবেন।’