| ০৮ এপ্রিল ২০২০ | ২:৪৭ অপরাহ্ণ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ২০ জন। আর নতুন শনাক্ত হয়েছে আরো ৫৪ জন।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন করে আক্রান্ত হওয়া ৫৪ জনের মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছেন ৩৯ জন। ০১ জন ঢাকার একটি উপজেলার বাসিন্দা, এবং বাকিরা ঢাকার বাইরের অধিবাসী। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২১ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়।, তার মধ্যে ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫১৬৪ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী পাঁচজন।
২১-৩০ বছর বয়সী পনেরো জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন।
ষাটের বেশি বয়স ১০ জনের।