| ০৮ এপ্রিল ২০২০ | ১:৩২ অপরাহ্ণ
করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১,৯৭০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এটাই বর্তমানে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাড়াঁলো ১২ ,৭২২ জনে। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রায় ৪ লাখ মানুষ করোনাতে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে।
এমন পরিস্থিতিকে দেশেটির করোনা প্রার্দুভাবের সবচেয়ে খারাপ সময় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহান শহর থেকে ১১ সপ্তাহ পর জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে।
এর আগে ট্রাম্পের করোনা টাস্কফোর্স থেকে ধারণা করা হয়েছিল দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। অন্যদিকে মৃত্যু বাড়তে থাকায় বিশ্বসংস্থাকে দূষারোপ করে সংস্থাটিকে দেয়া অর্থ বরাদ্দ বাতিল করার হুশিয়ারি দেন তিনি।