| ০৭ এপ্রিল ২০২০ | ১১:০৭ অপরাহ্ণ
ইতালিতে গতকালের চেয়ে আজকে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬০৪ মারা গেছেন। গতকাল ৬৩৬ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই সংখ্যাটি কমেছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,১২৭ জনে।
চীনের পর করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে ইতালিতে। এই মারণ ভাইরাসের কালো থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন হাজার হাজার মানুষ। তবে আশার কথা হচ্ছে, লকডাউনের ফলে কমে এসেছে নতুন করে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৩৯ জন। গতকাল (৬ এপ্রিল) ৩,৫৯৯ জন আক্রান্ত হন। আর ৫ এপ্রিল আক্রান্ত হন ৪,৩১৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার পাঁচশ ৮৬ জনে। আক্রান্তের সংখ্যাটি আজও কমেছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ২২ হাজার তিনশ ৯২ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।