| ০৪ জুন ২০২১ | ৮:২৫ অপরাহ্ণ
ফেসবুকে এত দিন বিশেষ সুবিধা পেয়ে এসেছেন রাজনীতিবিদেরা। কোনো পোস্ট ফেসবুকের নীতিমালা ভেঙেছে প্রমাণিত হলে তা সাধারণত সরিয়ে ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমটি। তবে সে নিয়ম কেবল সাধারণ ব্যবহারকারীদের জন্যই ছিল। রাজনীতিবিদেরা তা থেকে অব্যাহতি পেতেন।
ফেসবুক এবার সবার জন্য একই নিয়ম জারি করবে বলে একাধিক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিমালার ঘোষণা আসার কথা রয়েছে আজ শুক্রবার।
বিশ্বনেতা এবং রাজনীতিবিদদের মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য সাংবাদিক, নীতিনির্ধারক এবং নিজস্ব কর্মীদের কাছ থেকে বরাবরই সমালোচিত হয়েছে ফেসবুক। সেসব সমালোচনার পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে এই পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে।