| ০৭ এপ্রিল ২০২০ | ৭:৫২ পূর্বাহ্ণ
ডেস্কঃ লালনিরহাট জেলা শহর থেকে পাটগ্রামে পত্রিকা বহন করতে হয় ট্রেন ও দুরপাল্লার বাসের মাধ্যমে হকারদের। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জেলা শহর থেকে পাটগ্রামে ট্রেন, দুরপাল্লার বাস বন্ধ থাকায় পত্রিকা আনতে পারছে না হকাররা। এ কারণে পাটগ্রাম উপজেলায় পত্রিকা বিক্রি বন্ধ রয়েছে। ফলে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
জানা গেছে , লালনিরহাট থেকে পাটগ্রামের দূরত্ব ৮৫ কিলোমিটার। দীর্ঘ এ দূরত্বের কারণে হকাররা পত্রিকা নিয়ে আসত ট্রেন ও দুরপাল্লার বাসের মাধ্যমে । কিন্তু করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে ট্রেন ও বাস বন্ধ থাকায় তাঁরা পত্রিকা আনতে পারছেন না। এছাড়াও হাট-বাজারে লোকজন কম থাকায় পত্রিকার ব্যবসা কমে গেছে। এ উপজেলায় ছয়জন পত্রিকা বিক্রেতা রয়েছে। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে বাউরা বাজারের পত্রিকা বিক্রেতা মো. খলিল হোসেন ও পাটগ্রাম উপজেলার মো. মমিনুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে হাট-বাজারে লোকজন কম থাকায় পত্রিকা বিক্রি কমে গেছে। এছাড়া গত ২৬ মার্চ লালমনিরহাট থেকে পাটগ্রামে ট্রেন ও বাস বন্ধ থাকায় আমরা পত্রিকা আনতে পারছি না। ব্যবসা বন্ধ রয়েছে। ব্যবসা বন্ধ থাকায় আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |