আকাশ আহমেদ তারা | ০৯ এপ্রিল ২০২১ | ১১:২০ অপরাহ্ণ
কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলোপাতাড়ি মারপিট ও জখমের ঘটনা ঘটে । এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন নিতাই চন্দ্র বর্মন (৪০), পিতাঃ কালিপদ বর্মন, সাং শিমুল চালা, বোয়ালী, থানাঃ কালিয়াকৈর, জেলাঃ গাজীপুর। অভিযোগে বলা হয় যে, বিবাদী রোমান (৩৫), পিতাঃ মৃত এছাক মেলেটারি, সাং ফুলবাড়িয়া উত্তর পাড়া, থানাঃ কালিয়াকৈর, জেলাঃ গাজীপুর এলাকার ভবঘুরে একজন ব্যক্তি।
বাদী নিতাই চন্দ্র বর্মন বলেন , আমি একজন ব্যবসায়ী এবং আমার বাবা একজন অটোরিকশা চালক। ০৫/০৪/২০২১ ইং বেলা আনুমানিক ০১;৩০ ঘটিকার সময় ফুলবাড়িয়া বাজারে আমার বাবার অটোরিকশা চালিয়ে যাবার সময় বিবাদীর সাথে আমার বাবার অটোরিকশার ধাক্কা লাগে। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদী রোমান আমার বাবা কে পাশে থাকা রড দিয়ে এলোপাতাড়ি পিঠে,ঘাড়ে ও মেরুদণ্ডে আঘাত করে নীলাফুলা জখম করে ফেলে । এসময় আমার বাবার ডাক চিৎকার করলে আশপাশের লোকজন সহ এগিয়ে আসে এবং আমার বাবা কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাথে সাথে আমার বাবা কে ধরাধরি করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার বাবা কে গুরুত্বর অবস্থা দেখে তাকে তাৎক্ষণিক ভর্তি করে। বর্তমানে আমার বাবা কালিয়াকৈর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |