মো. মোজাহিদ | ০৬ এপ্রিল ২০২১ | ৮:৪৫ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় মো. রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বাদী হয়ে অভিযোগ দিলে শ্রীপুর থানায় আজ মঙ্গলবার মামলা রুজু হয়।
এর আগে অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে তাকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়ারচালা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল পাবুরিয়ারচালা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক গোলাম সারোয়ার বলেন, সম্প্রতি ওই যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তি আইনে মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |