মাত্র পাওয়া

বাংলাদেশের খেলা দেখতে হাজির নেপালের প্রধানমন্ত্রী ও হোয়াটমোর

| ২৯ মার্চ ২০২১ | ৬:৪০ অপরাহ্ণ

বাংলাদেশের খেলা দেখতে হাজির নেপালের প্রধানমন্ত্রী ও হোয়াটমোর

দশরথ স্টেডিয়ামে দুই দল নামার অপেক্ষায়। হঠাৎ দৃশ্যপট বদলে গেল। ক্যামেরার ফ্লাশ বয়স্ক এক লোকের কাছে। লোকটি যে ডেভ হোয়াটমোর। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী কোচ। এই অস্ট্রেলিয়ান এখন নেপাল জাতীয় দলের কোচ। আগে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচও।

ম্যাচ শুরুর আগে ম্যাচ ব্রডকাস্টার চ্যানেলকে কিছুক্ষণ সময় দিলেন তিনি। এরপর বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলে গ্যালারিতে বসেন। ম্যাচের বিরতিতে কথা বলতে পারেন হোয়াটমোর। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

১৫ বছর পর বিদেশের মাটিতে ফাইনাল খেলতে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছেন জামালরা। ত্রিদেশীয় এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজিস্তান অনূর্ধ-২৩ দলের বিপক্ষে এক গোলের জয় ও নেপালের সঙ্গে ড্র করে ফাইনালে উঠেছে জেমি ডের শিষ্যরা।

ফাইনালে বাংলাদেশের একাদশ-

আনিসুর রহমান জিকো (গোলরক্ষক) , রিয়াদুল হাসান রাফি, সাদ উদ্দিন, মেহেদী হাসান রয়েল, জামাল ভূঁইয়া, রিমন, মতিন মিয়া, সুমন রেজা, রাকিব হোসেন, মানিক মোল্লা ও মেহেদী হোসেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

০৯ ফেব্রুয়ারি ২০২০

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8