| ৩১ মার্চ ২০২০ | ১২:৫৭ পূর্বাহ্ণ
করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এক দিকে মৃত্যু হয়েছে ৮১২ জনের। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, ইতালিতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫৯১ জনে।
এদিকে দেশটিতে আরো নতুন করে. ৪ হাজার ০৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে ইতালিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে বলেও খবরে জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় স্পেনে ৮০০ জনের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। এতে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪০ জনে। এবং ইরানে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫৭ জনে।