| ২৯ মার্চ ২০২০ | ২:৩৯ অপরাহ্ণ
সৌদি আরবে সকল প্রকার সরকারি অফিস আদালত, গণপরিবহন সহ অভ্যন্তরীণ ফ্লাইট, বাস-ট্রেন এবং ভাড়ায় চালিত ট্যাক্সি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়। সৌদি আরবের গণমাধ্যম সৌদি গেজেটে আরো বলা হয়েছে বেসরকারি প্রাইভেট সেক্টরে কর্মীদের কর্মস্থলে আসা নিষিদ্ধ থাকবে। যা আগে পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। যা এখন বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছেন সৌদি সরকার। (পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত)
সরকারী অফিস আদালত, গণপরিবহণ, আন্তর্জাতিক ও অভন্তরীন ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসকল পরিসেবা বন্ধ থাকবে মর্মে ২৯শে মার্চ রাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে।
এদিকে সৌদিআরবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯৯ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় । এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২০৩ জনে। রিয়াদে সর্বোচ্চ সংখ্যক ৪১ জন আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াদে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যাক্তি একজন সৌদি নাগরিক বলে জানা গেছে। নতুন কোন বাংলাদেশীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। নতুন আরো দুইজন মুক্ত হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে রোগমুক্তির মোট সংখ্যা ৩৭ জন।
ইতোপূর্বে গত ১৬ই মার্চ ২০২০ইং তারিখে সরকারী অফিস আদালত পরবর্তী ১৬ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং ২১ মার্চ ২০২০ রোজ শনিবার হতে সৌদি আরবে সকল প্রকার অভ্যন্তরীণ ফ্লাইট, বাস-ট্রেন এবং ভাড়ায় চালিত ট্যাক্সি পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। যা এখন বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে যা পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কার্যকর থাববে বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।