| ২০ ফেব্রুয়ারি ২০২১ | ১২:১১ পূর্বাহ্ণ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাঁথাচুড়া গ্রামে কালী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মুহূর্তে, সরস্বতী প্রতিমা ভাংচুর, নারী, পুরুষ,শিশু নির্যাতনের করে। গত মঙ্গলবার এ ব্যাপারে কালিয়াকৈর থানায় বাদী হয়ে জরু বর্মন ওরফে মাথুত(৪৫ ) , পিতা নগেন্দ্র বর্মন একটি অভিযোগ দায়ের করে ।
অভিযোগ কারীরা হলো : ১. শাহাদত (২০)পিতা অজ্ঞাত ২. আকাশ (২০) পিতা অজ্ঞাত, উভয় সং পিরুজালী নয়াপাড়া , থানা – জয়দেবপুর , জেলা – গাজীপুর। আরো কয়েক জন কে আসামি করে অভিযোগ দায়ের করা হয় । এ সময় জরু বর্মন বলে আমার বাড়ির পূর্ব পাশে শ্রী কালী মন্দিরে আশিয়া মহিলাদের উত্তক্ত করতে থাকিলে, আমরা তাহার প্রতিবাদ করি। তখন বিবাদীদের শহীদ সাথে আমাদের কথা কাটাকাটি হয়। উক্ত বিরোধের জের ধরিয়া ১৭/০২/২০২১ অনুমানিক ১:৩০ ঘটিকায় বিবাদীয় বিবাদী ৩. মোঃ রিফাত (২০) , পিতা অজ্ঞাত ৪. সম্পদ (২০) অজ্ঞাত সর্ব সাং পিরুজালী ,উভয় থানা জয়দেবপুর ,জেলা গাজীপুর সহ অজ্ঞাত নামা ৮ /১০ জন বিবাদী পূর্ব পরিকল্পিত জনতাদের লোহার রড, স্টিলের পাইপ লাঠি স্টিলের স্টিলের চেইন ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া মন্দিরের সামনে আসিয়া আমাকে সহ সজীব, বিটু,সোমা, সন্ধ্যা, সমান্ত, শিপ্রা, শীতলী, দেরকে পাইয়া এলোপাতাড়ি মারপিট করে। শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে, বিবাদী শাহাদাত হোসেন তার হাতে থাকা লোহার রট দিয়া।আমার মাথায় বাড়ি মারিয়া মারাত্মক ফাটা ও রক্তাক্ত জখম করে। বিবাদী গন আমাদের বাড়ি ও ঘর ভাঙচুর করে।
এসময় আনুমানিক ২,০০,০০০/ টাকা ক্ষতিসাধন করে । বিবাদী গন আমাদের গ্রামের কালী মন্দিরে ভেতরে অনধিকার প্রবেশ করে। বিবাদী শাহাদাত ও আকাশ বিবাদী সোমা এবং সন্ধ্যার পরনে কাপড় চোপড় ধরে টানা হেচড়া করিয়া শ্রীলতাহানি করে। বিবাদী সোমা হইতে আনুমানিক ০৮ আনা ওজনের স্বর্ণের চেইন মূল্য আনুমানিক ( ৩০০০০/ টাকা ) নিয়ে যায়। বিবাদী রিফাত সন্ধ্যার গলায় থাকা। ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য আনুমানিক ( ৬০০০০/ টাকা ) নিয়ে যায় । এ সময় আমাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন আশিতে থাকলে বিবাদীগন বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে চলে যায় । উপস্থিত লোকজনের সহায়তায় আমি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশিয়া চিকিৎসা গ্রহণ করি । আমি চিকিৎসা গ্রহণ করিয়া ,এলাকার গণ্যমান্য লোকজনদের জানাইয়া থানায় অভিযোগ দায়ের করি। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ।
১৯/০২/২০২১ ইং শুক্রবার কাথাচুড়া মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ বর্মন যুব পরিষদ ,কালিয়াকৈর উপজেলা (শাখা) বর্মন যুব পরিষদ ও কালিয়াকৈর উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন। মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার,বাংলাদেশ বর্মন যুব পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখা,কমিটির সভাপতি প্রবীর চন্দ্র বর্মন সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বর্মন, বাংলাদেশ বর্মন যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সঞ্জিত বর্মন (প্রমুখ) ।